Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভূমি বিষয়ক তথ্য ও ফরম

১। খতিয়ান: মৌজা ভিত্তিক এক বা একাধিক ভূমি মালিকের ভু-সম্পত্তির বিবরন সহ যে ভুমি রেকড জরিপ কালে প্রস্তুত করা হয়। তাকে খতিয়ান বলে।

২।সি এস রেকড: সি এস রেকড হল ক্যাডাষ্টাল সাভে।আমাদের দেশে জেলা ভিত্তিক প্রথম যে নক্সা ও ভুমি রেকড প্রস্তুত করা হয়।তাকে সি এস বলে।

৩। এস এ খতিয়ান: সরকার কতৃক ১৯৫০ সনে জমিদারে অধিগ্রহন ও প্রজাস্বত্ব আইন জারি করার পর যে খতিয়ান প্রস্তুত করা হয় তাকে  এস এ বলে।

৪।তফসিল: তফসিল অথ জমির পরিচিতি মুলক বিস্তারিত বিবরন। কোন জমির পরিচয় প্রদানের জন্য সংশ্লিষ্ট মৌজার নাম, খতিয়ান নং, দাগ নং জমির পরিমান, ইত্যাদি তথ্য সমৃদ্ধ বিবরনকে তফসিল বলে।

৫।খাজনা: ভুমি ব্যবহারের জন্য প্রজার নিকট থেকে সরকার বাষিক ভিত্তিতে যে,ভুমি কর  আদায় করে তাকে ভুমির খাজনা বলে।

৬। খাস জমি: ভূমি মন্ত্রনালয়ের আওতাধীন যে জমি সরকারের পক্ষে কালেক্টর  তত্ত্বাবধান করেন এমন জমিকে খাস জমি বলে।